Bkash

পটুয়াখালী

মির্জাগঞ্জ উপজেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা

মল্লিক মাকসুদ, মির্জাগঞ্জ

মল্লিক মাকসুদ, মির্জাগঞ্জ

২৬ আগস্ট, ২০২৫ ১৪:৩৬

প্রিন্ট এন্ড সেভ

মির্জাগঞ্জ উপজেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম, মির্জাগঞ্জ সেনা ক্যাম্প সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আঃ গাফফার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুলাহ আল মামুন, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ফারুক মুন্সি, আমিনুল ইসলাম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির, উপজেলা জামায়াত ইসলামী আমীর মাওলানা মুঃ সিরাজুল ইসলাম, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সাবাদিকবৃন্দ এবং অন্যান্যরা।

সভায় বক্তারা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

কুয়াকাটায় একটি  ইলিশ বিক্রি ৬ হাজারে

কাজী সাঈদ, কুয়াকাটা

কাজী সাঈদ, কুয়াকাটা

২৫ আগস্ট, ২০২৫ ১৯:৪৯

প্রিন্ট এন্ড সেভ

কুয়াকাটায় একটি  ইলিশ বিক্রি ৬ হাজারে

কুয়াকাটায় মাসুম নামের এক  জেলের জালে ধরা পরাছে একটি ১ কেজি ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হলো ৬ হাজার ৮০ টাকায়। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় কুয়াকাটা মেয়র বাজারে রব্বানী ফিসের নিয়ে আসলে ডাকের মাধ্যমে  মাছটি ৬ হাজার ৮০ টাকায় কিনে নেন সততা ফিস।

রব্বানী ফিসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রুবেল জানান, লেম্বুর বন এলাকার জেলে মাসুম আজ বিকেলে জাল তুলতে গেলে এই মাছটি তার জালে ধরা পড়ে। মেয়র বাজার নিয়ে আসার পরে ইলিশটি ৬ হাজার ৮০ টাকায় বিক্রি হয়।

সততা ফিসের ব্যবস্থাপনা পরিচালক মো:সোহাক বলেন, এতবড় মাছ এই বাজারে এখন খুব কম দেখা মেলে। তাই আমি কিনে ঢাকায় বিক্রির জন্য প্রস্তুত রেখেছি। এরকম মাছের দেখা মেলায় জেলে এবং মৎস্য ব্যবসায়ীরা অনেক খুশি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে।

কুয়াকাটায় হোটেলে পর্যটকের ছদ্মবেশে অভিনব কায়দায় চারটি টিভি চুরি

বরিশালটাইমস রিপোর্ট

বরিশালটাইমস রিপোর্ট

২৫ আগস্ট, ২০২৫ ১৭:২৯

প্রিন্ট এন্ড সেভ

কুয়াকাটায় হোটেলে পর্যটকের ছদ্মবেশে অভিনব কায়দায় চারটি টিভি চুরি

পটুয়াখালীর কুয়াকাটা আবাসিক হোটেল 'সি লোটাস' থেকে অভিনব কায়দায় চারটি স্মার্ট টিভি চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২৪ আগস্ট) রাতে এই ঘটনা ঘটে।

হোটেলের রেজিস্ট্রি খাতা ও আইডি কার্ডের তথ্য অনুযায়ী, চুরির সাথে জড়িত ব্যক্তির নাম শাওন রানা, পিতা আনোয়ার হোসেন, স্থায়ী ঠিকানা খুলনা সিটি কর্পোরেশন এলাকার খুলনা।

হোটেল ম্যানেজার দীপঙ্কর রায় জানান, অতিথি পরিচয়ে শাওন রানা হোটেলের ২০১, ২০২, ২০৭ ও ২০৮ নম্বর কক্ষ ভাড়া নেন। তিনি ম্যানেজারকে জানান, তাঁর সাথে আরও সাতজন আসবেন এবং তারা অল্প কিছুক্ষণের মধ্যেই রুমে উঠবেন। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও রুমে অতিথিদের কোন উপস্থিতি না পেয়ে ডাইরিতে অন্তর্ভুক্ত নম্বরে যোগাযোগ করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। তাৎক্ষণিক রুমে গিয়ে দেখা যায়, চারটি রুমের টিভি নেই।

সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, কৌশলে প্রতিটি কক্ষের টিভি খুলে একটি কার্টুনে ভরে সুযোগ বুঝে নিয়ে পালিয়ে যান। এ প্রসঙ্গে কুয়াকাটা হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলেন, 'এটি আসলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।

পর্যটকের ছদ্মবেশে কিছু অসাধু চক্র সুযোগ বুঝে অপকর্ম চালিয়ে থাকে। তাই হোটেল কর্তৃপক্ষ ও ম্যানেজারদের আরও সচেতন এবং সতর্ক থাকতে হবে। আমরা দাবি জানাচ্ছি—এই ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হোক।'

এদিকে, হোটেল মালিক এডভোকেট জহিরুল হক দুষ্কৃতিকারীকে ধরিয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করেন, যাতে ভবিষ্যতে পর্যটন এলাকায় অতিথির ছদ্মবেশে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটতে পারে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, কুয়াকাটার আবাসিক হোটেল সি লোটাস থেকে স্মার্ট টেলিভিশন চুরির অভিযোগ পেয়েছি এবং আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্ত ওই ব্যক্তি কক্ষ ভাড়া নেওয়ার সময় যে জাতীয় পরিচয় পত্র ব্যবহার করেছে সেটা ভুয়া। তবে আমরা সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্তের সর্বোচ্চ চেষ্টা করছি।

বাউফলে গণপিটুনিতে ডাকাত নিহত

বরিশালটাইমস রিপোর্ট

বরিশালটাইমস রিপোর্ট

২৪ আগস্ট, ২০২৫ ১৪:৫৮

প্রিন্ট এন্ড সেভ

বাউফলে গণপিটুনিতে ডাকাত নিহত

পটুয়াখালীর বাউফলে ডাকাতির অভিযোগে দুইজনকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। এদের মধ্যে এক ডাকাত গণপিটুনিতে নিহত হয়েছেন।

মোঃ রাজীব (২৮) নামের আরেকজন আশঙ্কাজনক অবস্থায় বাউফল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এর আগে শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কাশিপুর বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আদাবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা খলিল হাওলাদার ও আজহার জমাদ্দারের বাসায় গভীর রাতে ডাকাতদল হানা দেয়। এ সময় তারা বাসার লোকজনকে মারধর করে। একপর্যায়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ প্রায় ১০ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে তারা।

ডাকাতি শেষে যাওয়ার সময় ভুক্তভোগীরা চিৎকার করলে স্থামীয়রা ঘটনাস্থল থেকে  দুইজনকে আটক করে। তবে দলের অন্য সদস্যরা লুটকৃত মালামাল নিয়ে পালিয়ে যায়।

বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, স্থানীয়দের হাতে আটক দুজনের মধ্যে একজন নিহত হয়। নিহত ব্যক্তির নাম এখন পর্যন্ত জানা যায়নি।  অন্য একজন আশঙ্কাজনক অবস্থায় বাউফল হাসপাতালে আছে। ঘটনার তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যেই চক্রের সব সদস্যকে আটক করা হবে।’

custom sidebar ads

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

জনপ্রিয়

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.