বরিশাল জেলা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক ডা. মোকলেছুর রহমানের (৮৫) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সোমবার এক শোক বাণীতে শিল্পমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডা. মোকলেছুর রহমান ছিলেন বরিশাল জেলার মাটি-মানুষের অকৃত্রিম বন্ধু। গণমানুষের নেতা হিসেবে তিনি আজীবন বরিশালের উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে গেছেন।
মন্ত্রী বলেন, তার মতো সাহসী, জনদরদী ও প্রতিভাবান নেতার মৃত্যুতে বরিশালের রাজনৈতিক অঙ্গনে যে শূণ্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়। শিল্পমন্ত্রী মরহুম ডা. মোকলেছুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
ডা. মোকলেছুর রহমান আজ সোমবার দুপুরে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ………. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।