বার্তা পরিবেশক, অনলাইন :: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় শ্বাসকষ্টে বিদেশফেরত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে বকশীগঞ্জ পৌরসভার নামাপাড়া গ্রামে তার শ্বশুরবাড়িতে তিনি মারা যান। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাননি বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নিশ্চিত করেছেন। অপরদিকে জেলা স্বাস্থ্য বিভাগ জেলার বিভিন্ন স্থান থেকে করোনাভাইরাসের উপসর্গ থাকা ১১ ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে।

জানা গেছে, ৪০ বছর বয়স্ক বকশীগঞ্জ উপজেলার ওই ব্যক্তি গত ১৬ মার্চ সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরেন। আগে থেকেই তিনি ডায়াবেটিস ও হাপানি ও হৃদরোগে ভুগছিলেন। দেশে ফিরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তিনি করোনারোগী বলে এলাকাবাসীর মাঝে সন্দেহ দেখা দেয়। পরে স্বজনরা উপজেলা স্বাস্থ্য বিভাগের সহায়তায় তাকে ময়মনসিংহে করোনা আইসোলেশন হাসপাতালে নিয়ে যান। তিনি করোনায় আক্রান্ত হননি মর্মে সেখানকার ডাক্তারদের পরামর্শে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কিছুটা সুস্থ হওয়ায় তাকে বাড়িতে ফিরিয়ে আনা হলে আজ শুক্রবার বেলা ১২টার দিকে তিনি মারা যান।