বার্তা পরিবেশক, অনলাইন :: দেশে মহামারী করোনাভাইরাসের প্রকোপ বাড়ার কারণে ঢাকার পর এবার এবার চট্টগ্রামে প্রবেশ ও বের হওয়া নিষিদ্ধ করা হয়েছে।

এ নিষেধাজ্ঞা আরোপ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। তবে জরুরি সেবার লোকজন ও যানবাহন এর আওতামুক্ত থাকবে। জানা গেছে, সোমবার রাত ১০টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, ‌’জরুরি প্রয়োজন ছাড়া চট্টগ্রাম নগরে কেউ ঢুকতে পারবেন না। আবার কেউ বের হতে পারবেন না। প্রত্যেককে ঘরে থাকতে হবে। এ জন্য চট্টগ্রাম নগরের পাঁচটি প্রবেশপথে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে।’

এর আগে, গত রোববার থেকে ঢাকায় প্রবেশ ও বাহিরে নিষেধাজ্ঞা আরোপ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। ইতোমধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, বন্দর থানাসহ আশেপাশের এলাকা জুড়েও লকডাউন ঘোষণা করা হয়েছে।