বার্তা পরিবেশক, অনলাইন :: ম্যাসেঞ্জারে ভিডিও গ্রুপকলে একসঙ্গে ৫০ জনের কথা বলার সুবিধা চালু হয়েছে। বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

শুক্রবার মেসেঞ্জার রুম নামের এই ফিচার পরীক্ষামূলকভাবে বৃটেনে উন্মুক্ত করা হয়েছে। সব দেশের ব্যবহারকারীরা দুই সপ্তাহ পর পাবেন এ সুবিধা।

শনিবার ফেসবুক কর্তৃপক্ষ অফিসিয়াল ওয়েবসাইটেও এ তথ্য জানিয়ে বলে, আরও দেরিতে এই ফিচার প্রকাশের পরিকল্পনা থাকলেও লকডাউনের কারণে এখনই আনা হয়েছে।

ইতোমধ্যে লকডাউন কালে জুম, হাউজপার্টির পাশাপাশি অ্যাপলের ফেসটাইম জনপ্রিয়তা পেলে ফেসবুক কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে।

হাউজপার্টির মতো মেসেঞ্জার রুমে ব্যবহারকারীরা কথা বলতে বলতে বেরিয়ে যেতে পারবেন। ইনভাইট পেয়ে যেকোনো সময় ঢুকতেও পারবেন। কথা বলার সময় আলাপকে প্রাইভেট রাখা যাবে। যে কাউকে ব্লক করা যাবে। যারা ফেসবুক তালিকায় নেই তাদেরও ইনভাইট করা যাবে।

মেসেঞ্জার রুম প্রকাশ্যে আনতে চাইলে, সেটি ফেসবুকের নিউজফিডে দেওয়া যাবে।