বার্তা পরিবেশক, বরগুনা :: বরগুনার নিশানবাড়িয়ায় বিষখালী নদীর পশ্চিম পাড়ে পাথরঘাটার শুটকির চরে অভিযান চালিয়ে রানা সিকদার (২৬) নামে মাদক ব্যবসায়ী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।
শুক্রবার রাতে পাথরঘাটা কোস্টগার্ড ও পাথরঘাটা থানা পুলিশ যৌথ অভিযানে রানা সিকদারকে আটক করে। এর আগে রানা ইয়াবাসহ আটক হয়ে কারাবরণও করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিশানবাড়িয়া সিকদার বাড়ির উত্তর প্রান্তে বিষখালী নদীর পাড় থেকে শুক্রবার রাত ১১টার দিকে ৪ জন মাদক ব্যবসায়ী চুক্তিমতে ইয়াবা বিক্রির খদ্দের অপেক্ষায় থাকাবস্হায় কোস্টগার্ড রানা সিকদার (২৬) ও পান্না সিকদার(৩০) নামে দুজনকে আটক করে। তবে এ সময় মাদক ব্যবসায়ী খোকন সিকদার (৩৫) আর ইমরান সিকদার (৩৫) পালিয়ে যায় ।
সকালে পাথরঘাটার কোস্টগার্ড সূত্র জানায়, তাদের অভিযানের টের পেয়ে অপর ৩ জন মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হলেও রানাকে তারা আটক করে। পরে রানার শরীর তল্লাশি করে ৯ পিস ইয়াবা উদ্বার করা হয় বলে কোস্টগার্ড দাবি করে। তবে এলাকাবাসীর বক্তব্য ইয়াবার সংখ্যা আরো বেশি হবে।
বরগুনার নিশানবাড়িয়া এলাকার দীর্ঘদিন এই চক্র বরগুনা-পাথরঘাটাসহ জেলায় মাদক ব্যবসার সাথে জড়িত বলে এলাকাবাসী জানায়।