বার্তা পরিবেশক, অনলাইন:: দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার আড়াই মাসের মাথায় ঈদের আগের দিন এল সর্বোচ্চ মৃত্যুর খবর। একদিনে ২৮ জনের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে নতুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪৮০ জন। রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৩২ জনের মধ্যে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩৩ হাজার ৬১০ জন।

গত ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম রোগী ধরা পড়ার দশ দিন পর প্রথম মৃত্যুর খবর আসে। একদিনে এত বেশি কোভিড-১৯ রোগীর মৃত্যু বাংলাদেশকে আর দেখতে হয়নি।

এর আগে ২২ মে একদিনে ২৪ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, যা ছিল রেকর্ড।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা রোববার দেশে করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১৫ জন। সব মিলয়ে এ পর্যন্ত মোট ৬ হাজার ৯০১ জন সুস্থ হয়ে উঠলেন।

শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৫৩ শতাংশ, মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। এ বুলেটিনে অন্যদিন নাসিমা মৃতদের বয়স শ্রেণি বা এলাকা সংক্রান্ত তথ্য দিলেও এদিন সেসব কিছু বলেননি।

বুলেটিনে জানানো হয়, গত এক দিনে দেশের ৪৭টি ল্যাবে ৮ হাজার ৯০৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময়ে নতুন করে ২৫৩ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। বর্তমানে সারা দেশে আইসোলেশনে রয়েছেন ৪ হাজার ৪৪৬ জন।