নিজস্ব বার্তা পরিবেশক:: বরিশালে চিকিৎসক-নার্সসহ নতুন করে আরও ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার রাতের এই সংখ্যা নিয়ে বরিশালে মোট আক্রান্ত ১৯৪ জন। এছাড়া এদিন মুলাদী উপজেলার এক বাসিন্দা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

বরিশাল জেলা প্রশাসন ও শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়- নতুন আক্রান্ত শনাক্ত হওয়াদের মধ্যে একজন বরিশাল শেবাচিম হাপাতালের চিকিৎক, একজন নার্স, সিভিল সার্জন কার্যালয়ের একজন নার্স, বরিশাল মেট্রোপলিটন পুলিশের একজন সদস্য রয়েছে। এছাড়া নগরীর চাঁদমারী এলাকায় ৩ জন এবং ব্যাপ্টিস্ট মিশন রোড, রূপাতলী, পুলিশ লাইনের সামনে আমবাগান, দক্ষিণ আলেকান্দা ও চৌমাথা এলাকার এক জন করে মোট ৬ জন আক্রান্ত হয়েছেন।

শেবাচিম হাসপাতাল পরিচালক ডা. বাকির হোসেন বরিশালটাইমসকে জানান, শুরু থেকে বুধবার পর্যন্ত ১৯৪ জন আক্রান্ত হয়েছেন। সর্বশেষ আজও নতুন করে চিকিৎসক-নার্স-পুলিশসহ ১৩ জন আক্রান্তের খবর রয়েছে। মোট আক্রান্তদের ৪৫ জন চিকিৎসা নিয়ে সুস্থ হলেও আজ কোন সুখবর নেই।’