বার্তা পরিবেশক, অনলাইন :: করোনাভাইরাসে আক্রান্ত গুরুতর অসুস্থ রোগীর চিকিৎসায় পাকিস্তানের পাঞ্জাব সরকার টোসিলিজুমাব ইনজেকশন ব্যবহারের অনুমতি দিয়েছে। এর একটি ডোজের দাম ৬০ হাজার রুপি।

দেশটির গণমাধ্যম জানিয়েছে, যেসব রোগীর ফুসফুস ক্ষতিগ্রস্ত হওয়ার পথে রয়েছে তাদেরকে এই ওষুধটি দেয়া হবে।
পাঞ্জাব প্রদেশের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা বলেন, ‘আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা রোগীদের এই ইনজেকশন দেয়ার অনুমতি দিয়েছি আমরা। সাধারণত দুই ডোজ দিলে সুফল পাওয়া যায়।’

প্রদেশটির সব হাসপাতালে আপাতত ২০ ডোজ করে ওষুধ সরবরাহ করা হচ্ছে।

পাঞ্জাব স্বাস্থ্য অধিদপ্তরের দাবি, এই ইনজেকশন ব্যবহারে গুরুতর অসুস্থ রোগীরা ৮০ থেকে ৯০ শতাংশ সুস্থ হয়ে যায়।

পাকিস্তান সরকারের তথ্য অনুযায়ী, কোভিড-১৯ রোগে পাঞ্জাবে এখন পর্যন্ত ২১ হাজার ১১৮ জন আক্রান্ত হয়েছেন। অঞ্চলটিতে ঠিক কতজন মারা গেছেন সেটি অবশ্য জানা যায়নি। গোটা পাকিস্তানে ৬১ হাজার ২২৭ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন ১২৬০ জন। সূত্র: দ্য ডন।