বার্তা প্রতিবেদক, পাথরঘাটা :: বরগুনার পাথরঘাটা উপজেলায় হরিণের একটি মাথা ও ২টি চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার সকালে বনবিভাগের কাছে এগুলো হস্তান্তর করা হয়।

এর আগে ভোররাত ৪টার দিকে উপজেলার বাদুরতলা খালের পাড় থেকে একটি ব্যাগ থেকে জব্দ করা হয়।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লে. মেহেদি বলেন, হরিণের চামড়া ও মাথা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযানে যাই। কোস্টগার্ডের টের পেয়ে পাচারকারিরা পালিয়ে যায়। এসময় বাদুরতলা খালের পাড় থেকে প্লাস্টিক ব্যাগভর্তি একটি মাথা ও দুটি চামড়া উদ্ধার করা হয়।