নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ৯জন পুলিশসহ নতুন করে আরও ২২ জনের শরীরে করোনা সংক্রামিত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ২৩০ জন।
আজ শনিবার জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৯ সদস্য, পুলিশ পরিবারের ১ জন, বাকেরগঞ্জ উপজেলার ২ জন, বানারীপাড়া উপজেলার ১ জন, নগরীর চাঁদমারী এলাকার ৩ জন, রূপাতলী এলাকার ২ জন এবং আলেকান্দা এলাকার ১জন, আমতলা এলাকার ১জন, ভাটিখানা এলাকার ১জন এবং নাজির মহল্লা এলাকার ১জন রয়েছে।

এদিকে, প্রতিদিনই পুলিশ সদস্যদের করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। এ নিয়ে বরিশাল মেট্রোপলিটন এবং জেলা পুলিশের ৫৪ জন সদস্য করোনা সংক্রমিত হয়েছেন।
জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই নতুন আক্রান্ত ২২ ব্যক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। যাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।