বরিশাল: দুর্নীতির অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন (দুদক) কমিশনের মামলায় বরিশালের সাবেক সিভিল সার্জন ডা. আফতাব উদ্দিন আহম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বেলা সোয়া ২টার দিকে তাকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে আটক করা হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ডা. আফতাব উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছেন দুদকের সহাকারী পরিচালক মো. আমিরুল ইসলাম।

তিনি স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়ায় নির্ধারিত দরের চাইতে বেশি দর দেখিয়ে ৯৮ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা সরকারের ক্ষতিসাধন পূর্বক আত্মাসাত করেছেন। সেই ঘটনায় দায়ের করা একটি মামলার প্রধান আসামি তিনি।

আসামিদের বিচারিক আদালতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন চাওয়া হবে।’