নিজস্ব বার্তা পরিবেশক:: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আরও দুই রোগীর মৃত্যু হয়েছে। মৃত্যুর পরে তাদের নমুনা সংগ্রহ করে হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন রাতে মুঠোফোনে বরিশালটাইমসকে রোগী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

হাসপাতালের একটি সূত্র, ২৯ জুন দুপুর ১টায় করোনার উপসর্গ নিয়ে ভর্তি হন পিরোজপুরের মঠবাড়িয়ার ফুলঝড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে আব্দুস সালাম। মঙ্গলবার দুপুর ২টায় ষাটোর্ধ্ব বৃদ্ধ সালামের মৃত্যু ঘটে। একই দিন বিকেল ৪টা ৪৫ মিনিটে মারা যান বরগুনার বামনার পূর্ব সফিপুর গ্রামের মৃত আব্দুল কাদের সিকদারের ছেলে ৬০ বছরের বৃদ্ধ গোলাম মোস্তফা। তাকে মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে ভর্তি করা হয়েছিল।

শেবাচিম পরিচালক ডা. বাকির হোসেন বরিশালটাইমসকে জানান, করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত মারা গেছেন ৯৭ জন। এদের মধ্যে ৩৭ জন করোনায় আক্রান্ত ছিলেন।’