বার্তা পরিবেশক অনলাইন:: করোনাভাইরাসের সংক্রমণের আশঙ্কায় ১৪ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার থেকে ১৭ জুলাই শুক্রবার পর্যন্ত পুরো ক্যাম্পাস লকডাউন থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার চবি’র সিন্ডিকেট সদস্যবৃন্দের সঙ্গে জরুরি আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

লকডাউনের এ সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম শহরের চারুকলা ইনস্টিটিউট অফিস হতে পরিচালিত হবে বলে জানানো হয়েছে।