মজিবর রহমান,মঠবাড়িয়া:: করোনায় আক্রান্ত হয়ে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় শফিকুল ইসলাম (৫০) নামে এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে। সে উপজেলার দক্ষিণ সোনাখালী গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে এবং বাউফল উপজেলার আশা এনজিওর ম্যানেজার ছিলেন।

শনিবার (৪ জুলাই) ভোর ৫ টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিন দুপুরে ওই এনজিও কর্মকর্তার নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফন করা হয়।

বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সফিকুল ইসলাম এর নমুনা সংগ্রহের পর গত ১৩ জুন তার পজেটিভ রিপোর্ট আসে। এরপর গত ২৮ জুন তিনি শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি হন এবং আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মারা যান।