বরিশাল: ঝালকাঠিতে শিশু হত্যার দায়ে পলাশ মৃধা (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বুধবার বেলা ৩টার দিকে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহা. বজলুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত পলাশ জেলার কাঁঠালিয়া উপজেলার পশ্চিম চেঁচরী গ্রামের গোপাল মৃধার ছেলে।

আদালত সূত্র জানায়-  ২০১০ সালে একই গ্রামের স্বপন হাওলাদারের মেয়ে তুলি রানীকে (৬) লক্ষ্য করে ইট ছুড়ে মারেন পলাশ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় স্বপন হাওলাদার বাদী হয়ে পলাশকে আসামি করে কাঁঠালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে পলাশের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। এর পরিপ্রেক্ষিতে সাক্ষীদের সাক্ষগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন বিচারক।