বার্তা পরিবশেক কলাপাড়া (পটুয়াখালী):: পটুয়াখালীর কলাপাড়ায় বীজ ধান পাওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে কৃষকরা। মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি স্মারক লিপি প্রদান করেন।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপকূলীয় জন কল্যান সংঘের সভাপতি জয়নাল আবেদীন, খলিলপুর কৃষক দলের সভাপতি রুহুল আমিন বাচ্চু, জন কল্যান সংঘের সদস্য লাইলী বেগম ও লিপি মিত্রসহ প্রায় শতাধিক কৃষকরা।

স্মারক লিপিতে কৃষকরা উল্লেখ করেন, ২০১৯ সালের ০৯ নভেম্বর ঘূর্নিঝড় বুলবুলে কৃষকের ধানের ব্যাপক ক্ষতির কারনে বীজ ধান সংগ্রহ করা সম্ভব হয়নি। ফলে বর্তমানে কৃষকের বীজ ধানের ব্যাপক সংকট দেখা দিয়েছে। তবে সরকারীভাবে ভর্তুকি দিয়ে ডিলারের মাধ্যমে যে বীজ ধান দেওয়া হয়েছে তা কৃষকের তুলনায় খুবই সীমিত। যদি কৃষকগন পরিমাণ মতো বীজ ধান না পায় তবে কৃষি জমি অনাবাদী থাকবে। তাই তারা খুব দ্রুত সরকারীভাবে মানসস্মত তেইশ ধান, বায়ান্ন ধান ও ঊনপঞ্চাশ ধানের বীজ ধান পেয়ে সকল কৃষি জমি আবাদ করতে পারে তার দাবি জানান।