বার্তা পরিবেশক অনলাইন:: রাজধানীর মিরপুরে কথা কাটাকাটির জেরে লাথি মেরে ছাদ থেকে ফেলে মাহবুবুল আলম নামের এক নির্মাণ শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে। নিহত শ্রমিক মাহবুবুল ঝালকাঠির নলছিটি থানার রাজাবাড়িয়া গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (৯ জুলাই) পূর্ব মনিপুর কাঠালতলা পানির পাম্পের পাশের একটি নির্মাণাধীন পাঁচ তলা ভবনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সহকর্মী নির্মাণ শ্রমিক সুমনকে আটক করেছে পুলিশ।

নিহতের ছেলে মাসুদ আলম জানান, তাদের বাড়ি ঝালকাঠির নলছিটি থানার রাজাবাড়িয়া গ্রামে। মিরপুর-১২ নম্বর সেকশনের সুজাতনগরে পরিবার নিয়ে থাকেন তার বাবা। পেশায় রডমিস্ত্রি ছিলেন তিনি।

মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খুরশিদ আলম জানান, সহকর্মী সুমনের সঙ্গে কয়েকদিন আগে মাহবুবুল আলমের কথা কাটাকাটি হয়। বৃহস্পতিবার নির্মাণাধীন ওই পাঁচতলা ভবনের ছাদে কয়েকজন রাজমিস্ত্রি মিলে কাজ করার সময় তাদের মধ্যে আবারো কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাহবুবুল আলমকে লাথি মেরে ভবনের ছাদ থেকে নিচে ফেলে দেয় সুমন। পরে অন্য সহকর্মীরা মাহবুবুল আলমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।