বার্তা পরিবেশক, অনলাইন ::  চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. আফতাবুল ইসলাম।
মৃত সুলতানা লতিফা জামান আইরিন কুমিল্লা মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের শিক্ষার্থী। তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের গাইনি বিভাগের রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন।

চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের পরিচালক ডা. নুরুল হক জানান, করোনায় আক্রান্ত হয়ে মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন ডা. সুলতানা। অবস্থার অবনতি হলে তাকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কয়েকদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার দুপুরে তিনি মারা যান।

চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১১ চিকিৎসকের মৃত্যু হলো।