মজিবর রহমান, মঠবাড়িয়া:: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতিমূলক সভা বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) উর্মী ভৌমিকের সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, মহিলা ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট নাসরিন জাহান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধার কমান্ডার বাচ্চু মিয়া আকন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইউনুস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন এবং উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন প্রমুখ।

সভায় যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর পরিবেশে সামাজিক দুরত্ব নিশ্চিত পূর্বক স্বাস্থ্যবিধি মেনে সরকারী নির্দেশনা অনুযায়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎবার্ষিকী, জাতীয় শোক দিবসের নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।’