নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: রিশালে জমি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে জাল-জালিয়াতির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে সদর সাব রেজিস্ট্রার অফিস কর্তৃপক্ষ তাদের হাতেনাতে আটক করে পুলিশের দেয়।

গ্রেপ্তার তিনজন হচ্ছেন, জমি গ্রহীতা কাশিপুর বিল্লাবাড়ি গ্রামের নুর মো. মোল্লার ছেলে রসিদ মোল্লা, দাতা বরিশাল শহরের ১৯ নম্বর ওয়ার্ড নতুন বাজার এলাকার আব্দুল আউয়াল মিয়ার ছেলে তৌহিদুল ইসলাম এবং কাউনিয়া ময়লাখোলা এলাকার মতিউর রহমানের ছেলে শহীদুর রহমান।

সাব রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, এই তিন ব্যক্তি বুধবার দুপুরে একটি সম্পত্তি ক্রয়-বিক্রয় ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অফিসে আছেন এবং সকল দলিলসহ সকল কাপজপত্র প্রদর্শন করেন। এসময় খাজনার দাখিলাটি দেখে সন্দেহ হলে তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করে সেটি নকল করেছে। পরে কোতয়ালি মডেল থানা পুলিশ ডেকে তাদের তিনজনকে হাতে তুলে দেওয়া হয়।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুল ইসলাম বরিশালটাইমসকে জানান, জাল-জালিয়াতি করার অভিযোগে তাদের বিরুদ্ধে একটি মামলার প্রস্তুতি চলছে।’