বরিশাল: দুই জেলার বাস শ্রমিকদের মারামারিকে কেন্দ্র করে বরিশালের অভ্যন্তরীণ ৬ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। কোন ঘোষণা ছাড়াই সোমবার সকাল ৯টার দিকে আকস্মিক বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। ফলে চরম ভোগান্তিতে পড়েন ওইসব রুটের যাত্রী সাধারণ।
রুটগুলো হলো, বরিশাল থেকে ঝালকাঠি, পিরোজপুর, ভান্ডারিয়া, মঠবাড়িয়া, পাথরঘাটা এবং কাঠালিয়া।
বরিশাল রূপাতলী বাস শ্রমিক ইউনিয়নের লাইনম্যান সেলিম হোসেন জনান, গত রোববার বিকেলে টার্মিনাল থেকে সোনারবাংলা পরিবহনের একটি বাস ৪মিনিট বিলম্বে রওনা হয়। ওই ঘটনায় বাসের হেলপার রাসেলের সাথে ঝালকাঠি বাস মালিক সমিতির সজিব রোম্মান পরিবহনের হেলপার শামীমের কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।
এদিন বিকেলেই ঝালকাঠি বাস টার্মিনালে সোনারবাংলা পরিবহনের ওই বাসটি পৌঁছালে সেখানকার শ্রমিক নেতা রহিম বাদশার নেতৃত্বে বরিশালের বাসের স্টাফ আফজাল হোসেন, রাসেল এবং মনির হোসেনকে মারধর করা হয়।
ওই ঘটনার জের ধরে সোমবার সকালে বরিশাল রূপাতলী বাস টার্মিনালে ঝালকাঠির বাসের চালক জুয়েলকে পেয়ে শ্রমিকরা মারধর করে।
খবর পেয়ে ঝালকাঠি থেকে শ্রমিকরা বরিশালে এলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সেই ঘটনায় ক্ষুব্ধ ঝালকাঠির শ্রমিকরা কাছারিবাড়ি এলাকায় বরিশাল মালিক সমিতির রাতুল রোহানসহ দুটি বাস ভাঙচুর করে। এসময় সেই বাসের স্টাফ মোশারেফ এবং শহীদসহ ৩ জনকে মারধর করা হয়।’
এ বিষয়ে বরিশাল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুলতান মাহামুদ জানান, বিষয়টি সমাধানের জন্য ঝালকাঠি বাস শ্রমিক ইউনিয়নের নেতাদের সাথে আলাপ হয়েছে। বিকেলে উভয় পক্ষ বসে সমস্যাগুলো সমাধান করা হবে।’
একই প্রসঙ্গে ঝালকাঠি বাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন জানান, যাত্রী ভোগান্তি রোধ করতে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আশা করা যায় বিকেলে আয়োজিত সভায় এর সুরহা হবে।’