বার্তা পরিবেশক, অনলাইন:: মরণব্যাধী ক্যানসারের কাছে হার মানলেন মাত্র ৪৩ বছর বয়সের হলিউড অভিনেতা চ্যাডউইক বোজম্যান। হলিউডের আলোচিত ছবি ‘ব্ল্যাক প্যান্থার’ এর এই এ মার্কিন অভিনেতা আর নেই। শনিবার সকালে তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, আজ শনিবার অভিনেতা বোজম্যানের পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে, বোজম্যান তার লস অ্যাঞ্জেলসের বাড়িতে মারা গেছেন। মৃত্যুর সময় তার স্ত্রী ও পরিবারের সদস্যরা পাশে ছিলেন। জীবিত থাকাকালে বোজম্যান তার রোগ সম্পর্কে কখনো কিছু বলেননি।

২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ব্ল্যাক প্যান্থার’ ছবি ছাড়াও মার্কিন অভিনেতা বোজম্যান আরও অনেক জনপ্রিয় হলিউড সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত অন্যান্য জনপ্রিয় সিনেমার মধ্যে ‘ডা ফাইভ ব্লাড’, ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’, ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’,‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’,‘ম্যাসেজ ফ্রম কিং’,‘গডস অব ইজিপ্ট’,‘কিং হোল’ অন্যতম।