লালমোহন (ভোলা) প্রতিনিধি:: ভোলার লালমোহনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাবে প্রায় ৩৯ হাজার ৬শত ৩৫ জন শিশু। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৪ হাজার ৪শত ৯০ শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৪ হাজার ৭শত ৮০ জন শিশু। বিচ্ছিন্ন চর কচুয়াখালীতেও ৩৬৫ জন শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। উপজেলার ২১৯ টি কেন্দ্রে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এ কার্যক্রম চলবে ৮ অক্টোবর পর্যন্ত। বৃহস্পতিবার দুপুরে লালমোহন হাসপাতালের হলরুমে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন সর্ম্পকে অবহিতকরণ সভায় এ তথ্য জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, লালমোহন হাসপাতালের আরএমও ডা. মো. মহসিন খান, মেডিকেল অফিসার ডা. হাবিবুর রহমান, আব্দুল্লাহ আল মোর্শেদ, প্রেসক্লাব সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মো. জসিম জনি প্রমুখ।