নিজস্ব প্রতিবেদক, রাজাপুর: ‘ভিটামিন এ প্লাস খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ঝালকাঠির রাজাপুরে জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউএনও মোঃ সোহাগ হাওলাদার সহ উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকতাবৃন্দ।

আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্যাপিত হবে। এ সময়ে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সের সকল শিশুকেই ভিটামিন এ খাওয়াতে হবে বলে সভায় জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ আবুল খায়ের মাহমুদ।

রাজাপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন

তথ্য অধিকার, সংকটে হাতিয়ার, সংকটকালে তথ্য পেলে জনগনের মুক্তি মেলে এই শ্লোগানে ঝালকাঠির রাজাপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মোঃ সোহাগ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান। অনুষ্ঠানে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবুল কালাম আজাদ সহ উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।