নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল নগরীর পুজা উদযাপন পরিষদের সাথে শারদীয় দুর্গাপুজার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। করোনাকালীন বর্তমান পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে পুজা উদযাপন করার আহবান জানান তিনি।

এসময় তিনি দুর্গাপূজা সফল করতে সার্বিক সহায়তা করার নিশ্চয়তা প্রদান করেন। মতবিনিময় শেষে প্রতি বছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপুজা উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ৪৩ টি পুজা মন্ডপের সভাপতি ও সম্পাদকের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

এনেক্স ভবনে অনুষ্ঠিত এই সভায় ৪৩ টি পূজামন্ডপের প্রত্যেককে তিনি তাঁর ব্যক্তিগত ভাবে ৫০০০ টাকা, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বজনীন ৩৭ টি পুজা মন্ডপের প্রতিটিতে ১৫ হাজার টাকা এবং ৬ টি ব্যক্তিগত পুজা মন্ডপের প্রতিটিতে ১০ হাজার টাকা করে প্রদান করেন।

এসময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একে এম জাহাঙ্গীর, বিসিসি’র কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তাবৃন্দ এবং পুজা উদযাপন পরিষদ বরিশাল মহানগরের নেতৃবৃন্দ।’