নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ভাগ্যের জোরে বেঁচে গেলেন বরিশাল ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস অফিসের কর্মকর্তা শুভ্রাতা অধিকারী। ব্রিজ থেকে পা পিছলে সন্ধ্যা নদীতে পড়ে গিয়েছিলেন তিনি।

বরিশাল জেলার উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, শুভ্রাতা ৩১তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা। তাকে গ্রামবাসীরা ভাসতে দেখে নদী থেকে উদ্ধার করেন।

শুভ্রাতার উদ্বৃতি দিয়ে পুলিশ জানায়, বুধবার (২১ অক্টোবর) বিকেলে শুভ্রাতা বরিশাল থেকে বাসে উজিরপুর উপজেলার ইচলাদি পৌঁছান। হেঁটে যান শিকারপুর ব্রিজ দেখতে। ব্রিজের মাঝ বরাবর রেলিংয়ের পাশে দাঁড়িয়ে নদী দেখছিলেন তিনি। অসতর্কতাবশত পা পিছলে তিনি নদীতে পড়ে যান। সাঁতার জানা থাকায় স্রোতের টানে একসময় নদীর তীরে পৌঁছান তিনি। এরপর বাঁচার জন্য চিৎকার দিলে গ্রামবাসীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পুলিশ আরও জানায়, বছর খানেক আগে বিয়ে হয় শুভ্রাতার। তার স্বামী বরিশালের হিজলা উপজেলার একটি ব্যাংকের কর্মকর্তা। বরিশাল নগরীর সদর রোড এলাকায় তাদের বসবাস।