নিজস্ব প্রতিবেদক, হিজলা:: বরিশালের হিজলা উপজেলার বরজালিয়া বাহেরচর গ্রামের সফিক চোকিদারের মেয়ে মোর্শেদা বেগম স্বামীর নিযার্তনে আহত হয়ে হিজলা উপজেলা হাসপাতালের বেডে কাতরাচ্ছে। জানা যায়, একই ইউনিয়নের কাইছমা বাজার সংলগ্ন দলু সিকদারের ছেলের স্ত্রী মোর্শেদা বেগম। তাদের সংসারে ৩ সন্তান রয়েছে, ২ মেয়ে ১ ছেলে। স্বামী সাইফুল ইসলাম সিকদার প্রায় সময় অকারণে বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী মোর্শেদা বেগমকে বেদম মারধর করেন। গত ১৯ অক্টোবর সকালে সাইফুলের শশুর সফিক চোকিদার জামাই সাইফুলের বাসায় যায়। সেখানে সফিক চোকিদার মানসিক সমস্যা থাকার অসৌজন্যমূলক আচারণ করলে জামাই সাইফুল শশুরকে মারধর করে। এতে স্ত্রী মোর্শেদা বেগম বাঁধা দিতে গেলে তাকেও মারধর করে স্বামী সাইফুল। এতে মোর্শেদা গুরুতর আহত হয়ে পড়লে স্থানীয়রা উপজেলা হাসপাতালে ভতি করে। সেখানে ৫ মাসের অন্ত:সত্ত্বা গৃহবধূ মোর্শেদা বেগমের গর্ভের সন্তান মারা যায়।

এ বিষয়ে মেয়ের মা রাশিদা বেগম বলেন- আমরা গরীব মানুষ মামলা করবো কি করে। হাসপাতালের বেডে কান্নারত ভিকটিম মোর্শেদা বেগম বলেন- আমি আমার সন্তান হত্যার বিচার চাই, আমাকে প্রায় দিন এভাবে মারধর করে।

এ বিষয়ে হিজলা থানার অফিসার ইনচার্জ অসিম কুমার সিকদার বলেন, আমাকে হাতে লেখা একটা অস্পষ্ট আবেদন দিয়েছে, আমি হাসপাতালে এক এসআই পাঠিয়েছি। ভিকটিম মামলা করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।