নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: কুরআন শরীফ অবমাননা করায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বুড়িমারী স্থলবন্দর (বাঁশকল) এলাকায় অজ্ঞাত এক ব্যক্তিকে পিটিয়ে ও পরে আগুনে পুড়িয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির পরিচয় তাৎক্ষনিকভাবে জানা সম্ভব হয়নি।

স্থানীয় লোকজন জানায়, গতকাল আছরের নামাজের পর মোটরসাইকেলে এসে বুড়িমারী জামে মসজিদে ঢুকে পড়ে এক ব্যক্তি। এরপর মসজিদে থাকা কুরআন শরীফ অবমাননা করেন।

এসময় কয়েকজন মুসল্লি এতে বাঁধা দেয়। মুহুর্তেই সেই খবর বাইরে ছড়িয়ে পড়লে সেখানে আশপাশের লোকজন জড়ো হতে থাকেন। উত্তেজিত জনতার হাত থেকে ওই ব্যক্তিকে বাঁচাতে এ সময় বুড়িমারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

কিন্তু কিছুক্ষণের মধ্যে সেখানে হাজার হাজার মানুষ জড়ো হতে থাকে। এরই এক পর্যায়ে ইউনিয়ন পরিষদে রাখা ব্যক্তিকে টেনে হিঁচড়ে বাইরে এনে পেটানো শুরু করে স্থানীয়রা। এক পর্যায়ে বিজিবির চেকপোস্ট (বাঁশকল) এলাকায় ওই ব্যক্তির শরীরে আগুন ধরিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। এ সময় মোটরসাইকেলটিতেও আগুন ধরিয়ে দেয়া হয়।

জানা গেছে, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, ইউএনও কামরুন নাহার, ওসি সুমন কুমার মোহন্ত ঘটনাস্থলে গেলেও উত্তেজিত জনতাকে শান্ত করতে পারেনি।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহত দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে গুরতর আহত শরীফকে রংপুরে পাঠানো হয়।

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, কুরআন শরীফ অবমাননা করায় এক ব্যক্তিকে পুড়িয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অপর এক ব্যক্তি আহত হয়েছেন।