নিজস্ব প্রতিবেদক, বরিশাল বিশ্বাবদ্যালয়:: করোনা সংকটে অনলাইন ক্লাসে অংশগ্রহণের জন্য স্বল্পমূল্যের ইন্টারনেট সুযোগসহ সিম কার্ড পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) সকাল ১১টায় উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের সভাকক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং গ্রামীণ ফোনের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় গ্রামীণ ফোন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে স্বল্পমূল্যের ইন্টারনেট সুযোগসহ সিম প্রদান করবে। যার মাধ্যমে শিক্ষার্থীরা ২১০ টাকায় ৩০দিন মেয়াদে ৩০জিবি ইন্টারনেট এবং ৯৯ টাকায় ৩০দিন মেয়াদে ১০জিবি ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবে।

চুক্তি স্বাক্ষরের সময় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত.) বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, প্রক্টর, প্রভোস্ট, পরিচালক, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা এবং গ্রামীণ ফোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।