নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: সারাদেশে পৌরসভা নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। আসন্ন পৌরসভা নির্বাচনের প্রথম ধাপে ইসলামী আন্দোলন বাংলাদেশের ১০ জন মেয়রপ্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

যেসব পৌরসভায় ইসলামী আন্দোলনের মেয়রপ্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন সেগুলো হলো- ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌরসভায় মুহাম্মদ হাফিজুর রহমান, রংপুর জেলার বদরগঞ্জ মুহাম্মদ সাদ্দাম হোসেন, কুড়িগ্রাম জেলার সদরে ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে খন্দকার ইমরান হোসেন, চুয়াডাঙ্গা জেলা সদরে তুষার ইমরান সরকার, পটুয়াখালী জেলার কুয়াকাটায় মুহাম্মদ নুরুল ইসলাম, বরিশাল জেলার উজিরপুরে কাজী মুহাম্মদ শহিদুল ইসলাম, বাকেরগঞ্জে মাওলানা খলিলুর রহমান, ঢাকার ধামরাইয়ে শওকত আলী এবং গাজীপুরের শ্রীপুরে মাওলানা ফাহাদ আহমদ মোমতাজী।

উল্লেখ্য যে, প্রথম ধাপে ২৫টি পৌরসভায় আগামী ২৮ ডিসেম্বর ভোটগ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ইসলামী আন্দোলনের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে সকল প্রার্থীদের সমানভাবে কাজ করার ব্যবস্থা করতে নির্বাচন কমিশনকে কাজ করতে হবে।’