নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: মুক্তিযুদ্ধে অবদানের জন্য সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেয়া ‘বীর উত্তম’ খেতাব বাতিলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সভায় সিদ্ধান্তের প্রতিবাদে ২ দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। গত বৃহস্পতিবারের (১১ ফেব্রুয়ারি) ওই সিদ্ধান্তের প্রতিবাদে  আজ শনিবার সকালেই জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করে দলের নেতাকর্মীরা।

বেলা ১২টার দিকে বিএনপির বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ করে। দেখা যায়, কর্মীদের পুলিশের লাঠি চার্জের পর বিএনপি নেতা ইশরাক হোসেন তাদের নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছেন। পরে তাদের এক আহত নেতাকে পুলিশ আটক করলেও তাকে ছিনিয়ে নিয়ে যায়।

এদিকে বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী সমাবেশে অংশ নিয়েছে। নেতাকর্মীদের মিছিল ও স্লোগানে পুরো প্রেসক্লাব ও আশপাশের এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে।