নিজস্ব প্রতিবেদক, দৌলতখান:: নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাজনৈতিক প্রতিহিংসার শিকার ‘দৈনিক বাংলাদেশ সমাচার ও বার্তা বাজার প্রতিনিধি উদীয়মান সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ভোলার দৌলতখানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিক মহল। মঙ্গলবার বেলা ১১ টায় দৌলতখান প্রেসক্লাবের উদ্যোগে পৌরশহরের দক্ষিণ মাথায় মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধন শেষে দৌলতখান প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা করা হয়। প্রেসক্লাব সিনিয়র সহসভাপতি এম.এ তাহেরের সভাপতিত্বে এবং সম্পাদক মেহেদী হাসান শরীফের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সাবেক প্রেসক্লাব সভাপতি শ.ম ফারুক, প্রেসক্লাব সহসভাপতি জাকির আলম, সাংবাদি সাগর চৌধূরী সহ আরও অনেকে।
এসময় বক্তারা বলেন, সকল সাংবাদিক ঐক্যবদ্ধ হতে। এক্যের বিকল্প নেই। উদীয়মান সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। যেদিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেখানে অনেক লোকজন ছিলো। সাংবাদিক মুজাক্কিরকে পেশাগত দায়িত্ব পালনকালে গুলি করা হয়। সাংবাদিক বুরহাউদ্দিন মুজাক্কির হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা।
সেখানে দৌলতখান প্রেসক্লাব যুগ্মসম্পাদক মিজানুর রহমান সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকরা উপস্থিত ছিলেন।