বরগুনা/ আগুনে পুড়ে ছাই ১৪ ব্যবসাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও বরগুনা:: বরগুনার ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত ১৪টি দোকান পুড়ে গেছে। শহরের হাসপাতাল সড়ক এলাকায় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সের সামনের এই আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। এমনটি দাবি করেছেন দোকান মালিকরা।

তবে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করতে পারেনি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, লন্ড্রির দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী প্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বরগুনা ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক মো: মামুন বরিশালটাইমসকে জানান, ‘আমরা পৌনে ৪টার দিকে আগুনের খবর পেয়ে ছুটে আসি। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর আগেই আগুনে ১৪টি দোকান পুড়ে গেছে।’

এই কর্মকর্তা বলেন, আমরা ২৫ থেকে ৩০টি দোকান রক্ষা করতে পেরেছি। তবে কীভাবে আগুনের সূত্রপাত কী তাৎক্ষণিকভাবে তা জানতে পারিনি। ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনা। ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না।’