রাঙ্গাবালীতে ভোক্তা অধিকার আইনে দুই ব্যাবসায়ীকে ২৮ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গাবালী:: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই ব্যবসায়ীকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার সকালে উপজেলার বাহেরচর বাজারে এ অভিযান পরিচলনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পটুয়াখালী জেলা সহকারী পরিচালক মোহাম্মাদ সেলিম।

এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় সীমা মেডিকেল হল মালিককে ২০ হাজার টাকা ও ভূয়া লেভেল লাগানো কসমেটিক পন্য পাওয়ায় সায়মা ফ্যাশনকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে ধংস করা হয় মেয়াদোত্তীর্ণ ওষুধ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পটুয়াখালী জেলা সহকারী পরিচালক মোহাম্মাদ সেলিম জানান, ভোক্তাদের অধিকার নিশ্চিত করার জন্য আমরা মাঝে মধ্যে অভিযান পরিচালনা করি। যাতে বাজারে ভেজাল পন্য ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করে জনসাধারণের অধিকার ক্ষুণ্ন না করতে পারে। আজকের অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ভেজাল পণ্য বিক্রির দায়ে দুই জনকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।