লঞ্চডুবি>> আরও ৬ জনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে লাইটার জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনায় আজ মঙ্গলবার (০৬ এপ্রিল) ভোর থেকে দুপুর পর্যন্ত আরও ৬জনের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এ নিয়ে মোট ৩৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া এমভি সাবিত আল হাসান নামের যাত্রীবাহী ওই লঞ্চটিকে এসটি-৩ নামের এক লাইটার জাহাজ ধাক্কা দিলে সেটি ডুবে যায়।

দুর্ঘটনায় পড়া ওই লঞ্চটিতে প্রায় অর্ধশত যাত্রী ছিলো। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিআইডব্লিউটি’র উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ৩৫ ফুট গভীর পানির নিচ থেকে ডুবে যাওয়া লঞ্চটি ক্রেনের মাধ্যমে টেনে তীরে তুলে আনে। রোববার রাত থেকে গতকাল সোমবার বিকেল পর্যন্ত মোট ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

এরপর আজ মঙ্গলবার ভোর থেকে নদীর বিভিন্ন স্থানে নিখোঁজ লাশগুলো ভেসে উঠলে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ৬ জনের লাশ উদ্ধার করে। শনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এসব মরদেহগুলো।’