ভারত/ করোনা হাসপাতালে আগুন, ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> ভারতের মহারাষ্ট্রের নাগপুরে স্থানীয় একটি করোনা হাসপাতালের আইসিইউ ইউনিটে আগুন লেগে চারজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (৯ এপ্রিল) রাত ৮টার দিকে ওই হাসপাতালে আগুন লাগে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত ওই হাসপাতালে ২৭ জন রোগী ছিলেন। তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক।

নাগপুর মিউনিসিপ্যাল করপোরেশনের ফায়ার সার্ভিসের প্রধান রাজেন্দ্র উখ ধারণা করছেন, এসি (শীততাপ নিয়ন্ত্রক) বিস্ফোরণ থেকেই আগুন লেগেছে।

এ বিয়োগান্তের ঘটনায় টুইট করে দুঃখ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে লিখেছেন, ‘হঠাৎ নাগপুরের হাসপাতালে আগুন লেগে গেল। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।’

গত মাসেও ভারতের মুম্বাইয়ে একটি করোনা হাসপাতালে আগুন লেগে ১০ জন মারা যায়। তারও আগে গত বছর ৯ আগস্ট অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া শহরে হাসপাতালে আগুন লেগে কমপক্ষে ৯জন মারা গিয়েছিল।’