পটুয়াখালী/ পাওনা টাকা চাওয়ায় দোকানিকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> পটুয়াখালীর দশমিনায় পাওনা টাকা চাওয়ায় পান দোকানী অধির চন্দ্র দাসকে (৫৫) পিটিয়ে গুরুত্বর জখম করেছে ক্রেতা মফিজ টন্নি। স্থানীয়রা দোকানীকে ওই রাতে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। গতকাল শনিবার (০৯ মে) রাত ৯টায় উপজেলার সদর ইউনিয়নের হাজির হাট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের অনন্ত চন্দ্র দাসের ছেলে অধির চন্দ্র হাজির হাট বাজারে দীর্ঘদিন পান দোকানী ব্যবসা করে আসছেন। গতকাল শনিবার সন্ধ্যায় একই এলাকার হালিম টন্নির ছেলে মফিজ টন্নির (৪০) কাছে অধির পাওনা ৩০০ টাকা চাইলে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়।

আহত অধির বরিশালটাইমসকে জানান, বাজার শেষে বাড়ির ফেরার পথে মফিজ তাকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুত্বর জখম করে এবং সঙ্গে থাকা ব্যবসার ৫/৭ হাজার টাকা ছিনিয়ে নেন। অধিরের ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে মফিজ পালিয়ে যায়। পরে স্থানীয়রা অধিরকে দশমিনা হাসপাতালে ভর্তি করে।

আহতের বড় ছেলে অরুণ চন্দ্র দাস দশমিনা থানায় গতকাল ক্রেতা মফিজসহ আরও অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে দশমিনা থানা পুলিশের ওসি মো. জসীম বরিশালটাইমসকে জানান, অভিযোগ পেয়েছি মাঠে পুলিশ পাঠানো হয়েছে।’