গৌরনদীতে বাস-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ২ পোশাকশ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> বরিশালের গৌরনদীতে বাসের ধাক্কায় মাহিন্দ্রার (থ্রি-হুইলার যানবাহন) দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ২জন। হতাহতরা ঈদের ছুটিতে মাহিন্দ্রাযোগে বাড়ি ফেরার সময় বুধবার সকাল ৮টার দিকে গৌরনদী উপজেলার আশোকাঠি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝালকাঠির কাঁঠালিয়া এলাকার মো. আলামিন ও বরিশাল বিমানবন্দর থানাধীন গজালিয়া এলাকার রাকিবুল হাসান। তারা চট্টগ্রামের একটি গার্মেন্টসের কর্মী। ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন।

বিষয়টি গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বরিশালটাইমসকে জানান, বাসটি বরিশাল নথুল্লাবাদ থেকে মাদারীপুর যাচ্ছিল। এ সময় বরিশালগামী মাহিন্দ্রার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন যাত্রীর মৃত্যু হয়। নিহতদের লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গুরুতর আহত থ্রি-হুইলারের আরেক যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় পাঠানো হয়।

এদিকে দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেছে, জানায় পুলিশ।’