মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রীর ঘর পেল ভূমিহীন-গৃৃহহীন ১৫০টি পরিবার 

মজিবর রহমান, মঠবাড়িয়া >>  মুজিবর্য উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়া  উপজেলায় ১৫০টি ভূমিহীন -গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ঘর প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার (২০ জুন) সকাল ১০ টায় মঠবাড়িয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) উর্মী ভৌমিকের পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু, মঠবাড়িয়া থানা অফিসার ইন চার্জ (ওসি)  মুুুহাঃ নুুুরুল ইসলাম বাদল,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, মহিউদ্দিন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিমুল হক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠু প্রমুখ ।

শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঘর প্রদান অনুষ্ঠানে ১৫০টি ভূমিহীন গৃহহীন  পরিবারের মাঝে দলিলপত্র হস্তান্তর করা হয়  প্রসঙ্গত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম (২য় পর্যায়) এর শুভ উদ্বোধন করেছেন। দ্বিতীয় পর্যায়ে একসঙ্গে ৫৩ হাজার ৩৪০টি অসহায় পরিবারকে জমিসহ ঘর দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার।