ওই মামলায় রাগীব ও তাঁর তিন ভাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা পিরোজপুর সদর থানার এসআই মনিরুল ইসলাম আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন। ১৩ সেপ্টেম্বর পিরোজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ওসি এ জেড এম মাসুদুজ্জামান বরিশালটাইমসকে বলেন, এক গ্রাহকের করা মামলায় রাগীব ও তাঁর তিন ভাইকে সাত দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পাঁচটি মামলাই সিআইডিতে হস্তান্তর করা হয়েছে।