মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী আহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের গোলযোগপূর্ণ উত্তর-পশ্চিমাঞ্চলে মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন।

শনিবার জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

রাজধানী বাংগি থেকে ৫০০ কিলোমিটার দূরে ওহাম-পেন্ডে প্রদেশের বোহংয়ে শুক্রবার ওই দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন।

মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়ক দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় পেতে রাখা মাইন বিস্ফোরণে ওই ঘটনা ঘটে। এর জন্য সশ্রস্ত্র বিদ্রোহী দলগুলোকেই দায়ী করেছে সংস্থাটি। তবে কোনো গোষ্ঠী এখনও এর দায় স্বীকার করেনি।

এর আগে গত বৃহস্পতিবার দেশটির পশ্চিমে মাইন বিস্ফোরণে তিন তানজানিয়ার শান্তিরক্ষী আহত হয়েছেন।

গত আগস্ট থেকে এখন পর্যন্ত মাইন বিস্ফোরণে দুই নারী ও পাঁচ বছরের এক শিশুসহ দেশটিতে অন্তত আটজনের মৃত্যু হয়েছে।

৫০ লাখ জনসংখ্যার এ দেশটি পৃথিবীর অন্যতম দরিদ্র একটি দেশ। বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে বিদ্রোহী বাহিনীগুলোর সঙ্গে লড়াই করছে দেশটির সরকারি বাহিনী।