পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক সভা

লালমোহন (ভোলা) প্রতিনিধি:: ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে লালমোহন থানার আয়োজনে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধি হেল্পডেস্কের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

এসময় তিনি বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যু রোধ করতে পরিবারকে সর্বপ্রথম সর্তক থাকতে হবে। পরিবারের অধিক সচেতনতাই পারে পানিতে ডুবে শিশু মৃত্যু রোধ করতে। এর জন্য সচেতনতার বিকল্প অন্য কিছু নেই।

লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সোয়েব হোসাইন, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন প্রমুখ।

প্রসঙ্গত, চলতি বছরে লালমোহন থানার ১৭ টি অপমৃত্যুর মামলার মধ্যে ৯ টি-ই পানিতে ডুবে মারা যাওয়ার মামলা। যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ নিয়ে শঙ্কিত শিশু পরিবারগুলো।