ইঞ্জিন বিকল হয়ে পণ্যবাহী ট্রলারডুবি: ২ শ্রমিক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও বরগুনা:: বরগুনার পায়রা নদীতে ইঞ্জিন বিকল হয়ে পণ্যবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে কমল সমাদ্দার (৪০) ও আবদুল খালেক (৫০) নামের দুই শ্রমিক নিখোঁজ আছেন। শনিবার গভীর রাতে পণ্যবাহী ট্রলারটি বরগুনা থেকে তালতলী যাওয়ার পথে পায়রা নদীর চাড়াভাঙা এলাকায় ডুবে যায়। নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে পটুয়াখালী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল অভিযান চালাচ্ছে।

উদ্ধার হওয়া শ্রমিক ও স্থানীয় লোকজন জানান, বরগুনা আড়ত ঘাট থেকে গতকাল শনিবার রাতে পণ্যবাহী এফবি মায়ের দোয়া নামের ট্রলারটি তালতলীর উদ্দেশে রওনা দেয়। ওই ট্রলারে চাল, ডাল, তেল, মরিচ, আলুসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় কোটি টাকার পণ্য ছিল। ট্রলারটি চাড়াভাঙা পাড় থেকে পায়রা নদী পাড়ি দিয়ে বগী বাজারের পাড়ে আসার পথে মাঝনদীতে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় নদীর তীব্র ঢেউয়ে পানি ট্রলারের মধ্যে ঢুকে টুলারটি ডুবে যায়। ওই পানি অপসারণের জন্য দুই শ্রমিক কমল ও খালেক ট্রলারের ব্রিজের মধ্যে যান। প্রাণ বাঁচাতে ট্রলারে থাকা মাঝিসহ ৫ শ্রমিক নদীতে ঝাঁপ দেন। কিন্তু ব্রিজের মধ্যে থাকা দুই শ্রমিক বের হতে পারেননি।

নিখোঁজ শ্রমিক কমলের বাড়ি বরগুনা সদর উপজেলার লাকুরতলা গ্রামে এবং খালেকের বাড়ি একই উপজেলার লবণগোলা গ্রামে।

তালতলী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আখতার হোসেন বরিশালটাইমসকে জানান, আজ রোববার দুপুরে পটুয়াখালী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ট্রলার ও নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে পায়রা নদীতে অভিযান চালাচ্ছে।

বেঁচে যাওয়া শ্রমিক আবদুর রব মৃধা বলেন, ‘রাতে পণ্যবাহী ট্রলার নিয়ে বরগুনা থেকে তালতলীর দিকে যাচ্ছিলাম। রাত ১১টার দিকে চাড়াভাঙা থেকে বগী বাজারের দিকে পাড়ি দিলে মাঝনদীতে হঠাৎ ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় নদীর ঢেউয়ে পানি ট্রলারে উঠতে থাকে।’

তালতলী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. আখতার হোসেন বলেন, নিখোঁজ দুই শ্রমিকের এখনও সন্ধান পাওয়া যায়নি। ট্রলার ও শ্রমিকদের উদ্ধারে পায়রা নদীতে ডুবুরি দল অভিযান চালাচ্ছে।’