তজুমদ্দিনে ৫০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:: ভোলার তজুমদ্দিনে পুলিশ অভিযান চালিয়ে কুখ্যাত চোর ও ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন। পরে পুলিশ তাকে ভোলা জেলহাজতে প্রেরণ করেন। সে একটি জিআর মামলায় পরোয়ানাভুক্ত আসামী।

এজহার সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন থানার এসআই সামিম সর্দারের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলা সোনাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের চাপড়ী গ্রামের আলাউদ্দিন পাটওয়ারীর বাসার পিছনের বাগানে অভিযান পরিচালনা করেন। এ সময় চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা নুরুল হকের ছেলে কুখ্যার চোর ও ইয়াবা ব্যবসায়ী মোঃ নয়নকে (২৬) ৫০ টি ইয়াবা ট্যাবলেট, দু’টি চোরাই মোবাইল, চোরাই কাজের ব্যবহৃত একটি চাকু ও একটি প্লায়াজসহ গ্রেপ্তার করে তজুমদ্দিন থানায় নিয়ে আসেন। পরে নয়নকে ২০২২ সালের তজুমদ্দিন থানার ০৭নং মামলায় ৪৫৭,৩৮০ এবং ৩২৮ ধারায় পিসি ও মামলা নম্বর ০৩ এর ৪৫৭/৩৮০ ধারায় পিসি এর সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তারপূর্বক যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। এ ছাড়াও নয়ন ৬২/১৯ মামলার পরোয়ারাভুক্ত আসামী।

জানতে চাইলে তজুমদ্দিন থানার এসআই সামিম সর্দার বলেন, কুখ্যাত চোর নয়ন দীর্ঘদিন চুরি মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত। এছাড়া সে একটি মামলার পরোয়ানা ভুক্ত আসামী গতকাল গোপন সংবাদের ভিত্তিতে চাপড়ী গ্রামের আলাউদ্দিন পাটওয়ারীর বাসার পিছনের বাগান থেকে আটক করে জেলাহাজতে প্রেরণ করা হয়েছে।