পিরোজপুর/ মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পান বিক্রেতার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: পিরোজপুরের স্বরূপকাঠিতে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় পরিমল বেপারি (৪৫) নামে এক পান বিক্রেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী রাজুকে (১৮) সংজ্ঞাহীন অবস্থায় পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার সকালে বরিশাল স্বরূপকাঠি সড়কের ওপর কুড়িয়ানা বাজারে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত পরিমল ঝালকাঠি সদর উপজেলার শিমুলিয়া গ্রামের মনিন্দ্র বেপারির ছেলে এবং আহত মোটরসাইকেলচালক রাজু চৌদ্দরশি গ্রামের কবির মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজু বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে বরিশালের দিকে যাওয়ার পথে পথচারী পান বিক্রেতা পরিমলকে ধাক্কা দেন। এ সময় পথচারী ও চালক দুজনেই গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসক পরিমলকে মৃত ঘোষণা করেন।

এ বিষয় নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বরিশালটাইমসকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। মোটরসাইকেল জব্দ করে থানায় নেওয়া হয়েছে।’