বরিশাল থেকে ছিনতাই হওয়া ট্রাকভর্তি ডাল ৭ দিনের মাথায় উদ্ধার করেছে জেলা গোয়েন্দ (ডিবি) পুলিশ। এই ঘটনায় আটক করা হয়েছে প্রধান অভিযুক্ত জলিল শেখকে (৫০)।

বিষয়টি রোববার বরিশাল জেলা পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ রহমান।’’

সংবাদ সম্মেলন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে- পটুয়াখালীর কলাপাড়া উপজেলার গুটাবাছা এলাকার ব্যবসায়ি জলিল মীর ও জুলহাস আকন গত ১০ জুন দুই ট্রাকভর্তি ডাল পাবনার উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন।

পথিমধ্যে বরিশালের উজিরপুর উপজেলায় একটি ট্রাকে থাকা জলিল মীরকে মারধর করে ডালভর্তি ট্রাক ছিনিয়ে নেন মালিক জলিল শেখ ও তার দুই সহযোগী।

এই ঘটনায় জুলহাস আকন গত শনিবার উজিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন কবীরের নেতৃত্বে  অভিযানে নামে একটি চৌকশ দল।’

দলটি শনিবার রাতে যশোরের কেশবপুর এলাকায় হানা দিয়ে প্রধান অভিযুক্ত ট্রাক মালিক জলিল শেখকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার দেওয়া স্বীকারোক্তি মতে নওয়াপাড়া থানার ব্যবসায়ি রফিকুল ইসলাম ভূইয়ার গোডাউন থেকে ছিনতাইয়ে ডাল উদ্ধার করে।’’