আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ: গোয়েন্দা পুলিশের অভিযানে নারীসহ গ্রেপ্তার ১০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও বরগুনা:: বরগুনার আমতলী উপজেলার পুরাতন লঞ্চঘাট এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) বরগুনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে ওই লঞ্চঘাটের ইসলামিয়া আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, হাফিজুর রহমান (২১), মাহফুজুর রহমান (২৪), জলিল মাতবর (৪২), ফরহাদ ওরফে মারুফ খান (২৯), পারভেজ (১৯), জহিরুল (২৪), পলী (১৮), সালমা (২৮), মৌসুমী (২০) এবং মিতু আক্তার মুক্তা (১৮)।

বরগুনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম খান সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাতে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ৪ পুরুষসহ চার নারীকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তাররা জেলা ও জেলার বাইরে থেকে এসেছেন। ইতোমধ্যে তাদের আমতলী থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’