মসজিদে গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা: জামায়াতের ১৫ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: নওগাঁ জেলার মান্দায় জামায়াতে ইসলামীর ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার নুরুল্লাবাদ হাজীপাড়া মসজিদ থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) অপরাহ্নে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, বুধবার রাতেই আটকদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
আটকরা হলেন- মান্দা উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, জামায়াত নেতা মাসুদ রানা, মাইনুল ইসলাম, মাছুম বিল্লাহ্, সামসুল আলম, হোসাইন ইসলাম দুখু, তহিদুল ইসলাম, আজম উদ্দিন, মো. আলাউদ্দিন, জামায়াতকর্মী আফজাল হোসেন, আব্দুস সালাম, আব্দুস সালাম, রেজাউল ইসলাম, গুলবর রহমান এবং উজ্জ্বল হোসেন।

মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর এ আলম সিদ্দিকী সাংবাদিকদের জানান, বুধবার রাতে নুরুল্লাবাদ হাজীপাড়া মসজিদে গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করছিলেন জামায়াতের নেতাকর্মীরা। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে ১৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।