বরিশাল: বরিশাল নগরীতে অভিযান চালিয়ে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর জিল স্কুলের সামনে এ অভিযান পরিচালিত হয়।

পৃথক দুটি অভিযানে বরিশাল জেলা প্রশাসনের দু’জন নিবার্হী ম্যাজিস্ট্রেট নেতৃত্ব দিয়েছেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, নিবার্হী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত জিলা স্কুলস্থ মেসার্স লায়লা এন্টাপ্রাইজে হানা দেয়। এসময় প্রতিষ্ঠান মালিক রফিকুল ইসলাম বিলিং লাইসেন্স না দেখাতে পারায় তাকে ১০হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, একই ধরণের অভিযোগে একে চৌধুরী অ্যান্ড সন্স নামক একটি প্রতিষ্ঠানে হানা দিয়ে নিবার্হী ম্যাজিস্ট্রেট কাজী লুৎফুল হাসান ৮হাজার টাকা জরিমানা আদায় করেছেন।’

 

অভিযোনে সহযোগিতা করেছে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের দুটি টিম।